শুরু হল আরও একটি অনশন আন্দোলন ! সরকারের বিরুদ্ধে চলছে একের পর এক মরণপণ লড়াই
শুরু হল আরও একটি অনশন আন্দোলন ! সরকারের বিরুদ্ধে চলছে একের পর এক মরণপণ লড়াই
একের পর এক আন্দোলন
পসচিম্বঙ্গে হয়ে চলেছে । একটা আন্দোলন শেষ হতে না হতে আর একটা আন্দোলন শুরু হচ্ছে।
এর আগে আপ্নারা জানেন যে MSK ও SSK শিক্ষকরা একটি জোরদার আন্দোলন করেছিলেন । সাতদিন
ধরে সেই আন্দোলন চলেছিল । এবং কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে গেছিল হাজার হাজার MSK ও SSK শিক্ষকদের মিছিলে । আপ্নারা জানেন গত ২৮ ফেব্রুয়ারি থেকে
অনশন চলছে নবম থেকে দ্বাদশ যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওয়েটিং লিস্টে সেইসব ৪০০
জন শিক্ষক শিক্ষিকারা অনশন করছেন আজ ২৯ দিন হতে চলল । সেই অনশনের এই অনশন মিটতে না
মিটতেই আজ থেকে আবার শুরু হল আরও একটি অনশন । জেতি শুরু হল কলকাতার সুবোধ মল্লিক
স্কয়ারে । আপার প্রাইমারিতে শিক্ষকতা করার পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী যুবক
যুবতীরা ।
শেষ আপার প্রাইমারী পরীক্ষা
হয়েছিল ২০১৫ সালের ১৬ ই আগস্টে । এই পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ২০১৬ সালের ১৪ ই সেপ্টেম্বর । এরপর থেকে বিভিন্ন কারনে নিয়োগ আটকে যেতে থাকে । ফলে এর বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু হয় ! ২০১৮ সালের ২২ মার্চ এমনই একটি জোরদার আন্দোলন দেখা যায় কলকাতার বুকে । একরকম বাধ্য হয়েই সরকার ফাস্ট ফেজের একটি লিস্ট প্রকাশ করে । কিন্ত ঐপর্যন্তই , এরপর আবার সব স্তব্ধ হয়ে যায় । ২০১৯ সালের ৭ ই ফেব্রুয়ারি নতুন করে এস এস সি অফিস ঘেরাও করা হয় । এরপর দিন বিধাননগর পুলিশ এই আন্দলনের সাথে যুক্ত আটজনকে লক আপে নেই । ঐদিনই তাদের ছেড়ে দেওয়া হয় । ঐ রাতেই কমিশনের ওয়েবসাইটে ফাস্ট
ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ দেওয়া হয় ।
সরকার ২০১৬ সালে আপার
প্রাইমারীতে চৌদ্দ হাজার আটশ শুন্যপদ ঘোষণা করা হয় । এবং এর মধ্যে ১০ % সংরক্ষিত ছিল প্যারা টিচারদের । অর্থাৎ ফ্রেসারদের জন্য ১৩৩২০ টি শূন্যপদ ছিল ।অন্যদিকে ফাস্ট ফেজে যারা অনুপস্থিত ছিল তাদের জায়গায় দ্বিতীয় ফেজে প্রার্থীদের ডাকা হয় । আর এই দ্বিতীয়
ফেজেই ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ । তাদের অভিযোগ যোগ্য প্রশিক্ষন প্রাপ্ত প্রার্থী থাকা
সত্ত্বেও অপ্রশিক্ষনদের ডাকা হয়েছে । আরও মজার বিষয় হল গেজেটের নিয়ম অনুসারে ইন্টার্ভিউ এর
১৫ দিন আগে পর্যন্ত সমস্থ শুন্যপদ আপডেট করা হবে । অন্যদিকে শিক্ষা মন্ত্রী বিধানসভাতে ঘোষণা করে ছিল সাত হাজার শিক্ষক নিয়োগ হবে নিউ সেটআপ স্কুলের জন্য । কিন্তু কোন নিয়ম মানেননি বলে অনশনকারীদের
অভিযোগ অনশনকারীদের ।
এই অবস্থায় দাড়িয়ে এইসকল
শিক্ষকেরা বেশকিছু দাবী নিয়ে অনশন শুরু করলেন কলকাতার সুবোধ মল্লিক স্কয়ারে । এখন
দেখার বিষয় সরকারপক্ষ এই অনশনকারীদের
সম্পর্কে কি মনোভাব গ্রহন করে ।