মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

Recruitment in a Government Sponsord School :  সরকারি স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক ও গেট ম্যান নিয়োগ ।

 Recruitment in a Government Sponsord School :  সরকারি স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক ও গেট ম্যান নিয়োগ ।



বিভিন্ন সরকারি স্কুলে প্রায়শয়ই ম্যানেজমেন্টের তরফে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়ে থাকে । আজ আপনাদের সামনে শিক্ষক ও গ্যাটম্যান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।

বিজ্ঞপ্তি নাম্বার – 03/OHS/2023

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে পরিচালন সমিতির মিটিং নাম্বার 03/OHS/2023 তাং 05/01/2023 সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে শিক্ষক ও গেট ম্যান নিয়োগ করা হবে ।

পদের নাম –

শিক্ষক / শিক্ষিকা

বিষয় – ইতিহাস

শিক্ষাগত যোগ্যতা –

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে ।

অন্যান্য যোগ্যতা –

যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড ডিগ্রী পাশ হতে হবে ।

বিস্তারিত ...