সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

চাপা দেওয়া ইতিহাসের ঢাকনা তুলে সম্মান জানানো হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র কে

চাপা দেওয়া ইতিহাসের ঢাকনা তুলে সম্মান জানানো হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র কে



গত 21 শে অক্টোবর এক ব্যাতিক্রমী ঘটনা ঘটল। ১৫ আগষ্ট ছাড়াও ২১ অক্টোর পতাকা উত্তোলন করলেন প্রধামন্ত্রী। চলেছেন লালকেল্লায় আজাদ হিন্দ সংগ্রহশালা স্থাপন করতে।
কিন্তু কেন?
১৯৪৩ এর ২১ অক্টোবর ভারত মাতার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বোস তেরঙা পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। গড়েছিলেন আজাদ হিন্দ সরকার। তিনি হয়েছিলেন সেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা হয়েছিলেন রাসবিহারী বসু। জাতীয় সঙ্গীত হয়েছিল "জনগন মন"।
সাত সাতটি দেশ স্বীকৃতি দিয়েছিল সেই স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষকে।
কিন্তু স্বদেশের নেতারা করেছিল বেইমানী।
গান্ধী, নেহেরু সেদিন নেতাজীর আহ্বানে সাড়া দেয়নি। গান্ধী মুখ ফিরিয়ে নিয়েছিলেন। নেহেরু সমর্থনের পরিবর্তে তরবারী দিয়ে আহ্বান জানাবে বলেছিলেন।
সেদিন যদি বেইমানি না হোত, তবে হয়তো চার বছর আগেই দেশ স্বাধীন হোত। হোতনা কলকাতা নোয়াখালীর দাঙ্গা। হোত না ভারত ভাগ।
লেডি ব্যাটনের প্রেমে হাবুডুবু খাওয়া নেহেরু, আর সশস্ত্র আন্দোলনের পিছনে ছুড়ি মারা গান্ধী সেদিন যে পাপ করেছিল.. আগামী কাল সে পাপকে খানিকটা লাঘব করার চেষ্টা হতে চলেছে ।
চাপা দেওয়া ইতিহাসের ঢাকনা তুলে সম্মান জানানো হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র কে। স্বীকৃতি জানানো হবে আজাদ হিন্দ সরকার কে।
আশাকরি দেরীতে হলেও দেশবাসী এ সাধু উদ্যোগ কে সানন্দে স্বাগত জানাবেন।
ধন্যবাদ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ শুভ উদ্যোগ কে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন