ইন্টারভিউতে কিভাবে সফল হবেন ? উদাহরণ সহ দেখে নিন ।
ইন্টারভিউ হল আক্ষরিক অর্থে সাক্ষাৎকার আবার অন্যদিক দিয়ে এটি একটি পারসোনালিটি টেস্ট । যা সাধারনত চাকুরির ক্ষেত্রে প্রযোজ্য । সাধারনত চাকুরি প্রার্থী কতটা পারসোনালিটির মাধ্যমে তার কাজটি করতে সফল হবেন তার জন্য এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে জাচাই করে নেওয়া হয় । পারসোনালিটি কথাটির অর্থ হল ব্যক্তিত্ব । জাহার ব্যক্তিত্ব যতটা ভালো হবে উনি কাজে তত্টা দক্ষ হবেন । সেইজন্য । ইন্টারভিউ তে আদব কায়দা , বেশভুষা , কিছু পারিপার্শ্বিক ঘটনা , শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্ব যাচাই করে বোর্ডের লোকেরা প্রার্থী নির্বাচিত করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন